অনলাইনে ইনকাম করার apps

admin
অনলাইনে ইনকাম করার apps গুলো সম্পর্কে নিবন্ধনটিতে বিস্তারিত আলোচনা করা হবে। অনলাইনে ইনকাম করার প্রচুর apps আছে যেগুলো ব্যবহার করে আপনি অনলাইন মাধ্যমে আয় করতে পারেন। আর্টিকেলে আমরা পুরো বিস্তারিত আলোচনা করব, যাতে করে আপনি অ্যাপগুলো ব্যবহার করে আয় করতে পারেন।
অনলাইনে ইনকাম করার apps
অনলাইনে ইনকাম করা অনেক অ্যাপস পাবেন, তবে আমাদের জানামতে সকল অ্যাপসগুলোতে আয় করা যায় না। তবে বেশ কিছু অ্যাপস আছে যেগুলোতে বৈধভাবে ইনকাম করার সুযোগ আছে। আপনি সেই সাইটগুলোতে কাজ করে সঠিকভাবে আয় করতে পারেন। আমরা টাকা ইনকাম করার বৈধ অ্যাপ গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

অনলাইনে ইনকাম করার apps

অনলাইনে ইনকাম করার হাজার হাজার অ্যাপস পাবেন, তবে বেশিরভাগ অ্যাপস গুলোতে খুব একটা বেশি আয় করা যায় না। তবে আমরা আপনাদের সাথে এমন কিছু অ্যাপ শেয়ার করব যেখানে আপনি কাজ করে বেশি টাকা উপার্জন করতে পারেন। অনলাইনে টাকা ইনকাম করার অ্যাপস এর তালিকা দেওয়া হলোঃ

Google Opinion Rewards: ছোট ছোট সার্ভে পূরণ করে এই অ্যাপস থেকে আয় করা যায়। এটি গুগল দ্বারা পরিচালিত একটি সার্ভে apps, যেখানে আপনি প্রশ্নের উত্তর দিয়ে বা সার্ভের উত্তর দেওয়ার মাধ্যমে গিফট কার্ডসহ ডলার আয় করতে পারবেন। এটি একটি ট্রাস্টেড অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যায়। সরাসরি ডাউনলোড করে জিমেইল দিয়ে লগইন করে সার্ভে করা শুরু করুন আর প্রতিদিন আয় করুন।

Cash App: এই অ্যাপটিতে বিভিন্ন ধরনের টাক্স সম্পূর্ণ করার মাধ্যমে সরাসরি পেমেন্ট নিতে পারবেন।আপনি টাস্ক গুলো কমপ্লিট করে জমা দিলেই তারা আপনাকে বিকাশ ও নগদের মাধ্যমে পেমেন্ট করবে।

ySense: এটি একটি অনলাইন ইনকাম করার সাইট, যেখানে আপনি ভিডিও দেখে , অ্যাড দেখে ও অন্যান্য কাজগুলো কমপ্লিট করে ইনকাম করার সুযোগ পাবেন। তবে এই সাইটে কাজ করে আয় করলে দ্রুত সময়ে পেমেন্ট পেতে পারেন। এটি একটি ইন্টারন্যাশনাল সাইট তাই এখানে নিঃসন্দেহে কাজ করে আয় করতে পারেন। 
Roz Dhan: অন্যান্য অ্যাপসের মত এই অ্যাপটিতেও বিভিন্ন ধরনের ছোটখাট কাজগুলো কমপ্লিট করে আয় করা যায়। ছোট ছোট কাজগুলো হলোঃ ভিডিও দেখা , বিজ্ঞাপন দেখা , ওয়েব ভিজিট করা , আর্টিকেল শেয়ার করা ইত্যাদি। 

Swagbucks: ভিডিও দেখা, সার্ভে পূরণ এবং অন্যান্য কাজের মাধ্যমে পয়েন্ট অর্জন করে এই সাইট থেকে আয় করা যায়। তাদের অফিসিয়াল অ্যাপস পর্যন্ত পেয়ে যাবেন, যেখানে আপনি অ্যাপটি ডাউনলোড করে নতুন একাউন্ট খুললেই পাস ডলার সাইন আপ বোনাস পাবেন। আর পাঁচ ডলার আপনি পেইড সার্ভে করার জন্য ব্যবহার করতে পারবেন। যার ফলে আপনি অনেক টাকা এই অ্যাপ থেকে আয় করতে পারেন। 

Foap: ছবি তুলে বিক্রি করার অন্যতম অ্যাপস হলো Foap। যারা মোবাইল ফোন ব্যবহার করে আকর্ষণীয় সুন্দর ছবি তুলতে পারেন তারাই এই সাইট থেকে করতে পারবেন। আপনার আকর্ষণীয় ছবিটি এই অ্যাপটিতে আপলোড করুন। কোন ব্যক্তি ছবিটি ক্রয় করলে আপনি নির্দিষ্ট হারে কমিশন পাবেন এবং আয় করতে পারবেন। 

Upwork: এটি মূলত ফ্রিল্যান্সিং কাজের জন্য এটির জনপ্রিয় প্লাটফর্ম ও অ্যাপস। গুগল প্লে স্টোর থেকে এই প্ল্যাটফর্মের অফিশিয়াল অ্যাপস পেয়ে যাবেন। যারা ফ্রিল্যান্সিং করেন তারাই এই অ্যাপস থেকে প্রতি মাসে হাজার হাজার ডলার আয় করতে পারবেন। 

Fiverr: ছোট ছোট কাজ সম্পন্ন করে অর্থ উপার্জনের জন্য পরিচিত এই ফ্রিল্যান্সিং অ্যাপটি। ফাইবার অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ধরনের ছোটখাট ফ্রিল্যান্সিং কাজগুলো সম্পন্ন করে আয় করা যায়। বিদেশি কোম্পানি বা ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ পাবেন এবং এই প্লাটফর্মে সর্বনিম্ন ১০ ডলার আয় করা যায় যা বাংলাদেশী টাকায় এক হাজার টাকা। এই অ্যাপটি ব্যবহার করে ফ্রিল্যান্সাররা অতি সহজেই প্রতি মাসে ৫০ থেকে ৮০ হাজার টাকার উপরে আয় করতে পারবে। 

Freelancer: যারা ফ্রিল্যান্সিং সেক্টরে দক্ষ তারা এখানে কাজ করে টাকা উপার্জন করতে পারবেন। তাই ফ্রিল্যান্সারদের বলবো এই অ্যাপটিতে কাজ করুন। এই প্লাটফর্মটি দক্ষ ফ্রিল্যান্সারদের বেশি মূল্যায়ন করে থাকে। তাহলে কাজ করে অনেক টাকা উপার্জন করা যায়। 

Toluna: শুধুমাত্র সার্ভে করে আয় করতে চান তাহলে টলুনা এই অ্যাপটিতে কাজ করুন। এখানে পেইড সার্ভে করে অথবা ফ্রিতে সার্ভিস করে কিছু টাকা আয় করার সুযোগ পেতে পারেন।  

InboxDollars: ইমেইল পড়া, সার্ভে পূরণ এবং অন্যান্য কাজের মাধ্যমে আয় করা যায় এই প্লাটফর্মটি থেকে। আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চান সেটি সিলেক্ট করে কাজ করা শুরু করুন এই অ্যাপস থেকে খুব সহজে আয় করতে পারবেন। 

Slidejoy: মোবাইল ফোনের লক স্ক্রীনে বিজ্ঞাপন দেখে এই অ্যাপটি থেকে আয় করা যায়। এই অ্যাপটি মোবাইল ফোনের লক স্ক্রিনে বিজ্ঞাপন দেখিয়ে থাকে, যদি আপনি বিজ্ঞাপন দেখেন তাহলে আয় করতে পারবেন। 

Sweatcoin: হাটাহাটি বা জগিং করার মাধ্যমে এই অ্যাপস থেকে নির্দিষ্ট কয়েন অর্জন করা যায়। যেগুলো পরবর্তীতে ডলারে কনভার্ট করে পেমেন্ট পাওয়া সম্ভব। 

TaskBucks: ছোট ছোট টাস্ক সম্পন্ন করে পয়েন্ট অর্জন করুন। ঘরে বসে সহজে আয় করুন। তত বেশি পয়েন্ট উপার্জন করতে পারবেন তত বেশি ইনকামের সম্ভাবনা থাকবে। 

AppTrailers: বিভিন্ন নতুন অ্যাপ সেট টেইলার ও রিভিউ দেখে এই অ্যাপস থেকে আয় করা যায়। 

FeaturePoints: নতুন অ্যাপ ডাউনলোড করে এবং ব্যবহার করে রিভিউ দিয়ে পয়েন্ট অর্জন করা যায়। যার কারণে অনেকেই এই অ্যাপটি ব্যবহার করে রিভিউ প্রদান করে আয় করে থাকে। 

Perk TV: শুধুমাত্র ভিডিও দেখে আয় করার অন্যতম একটি অ্যাপ হল Perk TV। সরাসরি ভিডিও দেখে ডলার উপার্জন করতে পারবেন। তবে নির্দিষ্ট শর্ত পূরণ করলে পেমেন্ট পাওয়া সম্ভব। 

CashPirate: অ্যাপ ডাউনলোড এবং অন্যান্য কাজের মাধ্যমে এই অ্যাপস থেকে আয় করা যায়। বিশেষ করে বিজ্ঞাপন ও ভিডিও দেখে আয় করার সুযোগ আছে। পাশাপাশি নির্দিষ্ট টাস্ক কমপ্লিট করে আয় করতে পারবেন।

শেষ কথা

অনলাইনে ইনকাম করার apps গুলো সম্পর্কে আর্টিকেলে এ টু জেড বিস্তারিত আলোচনা করেছি। আমরা আর্টিকেলের প্রায় ২০টির বেশি অ্যাপস গুলো সম্পর্কে জানিয়ে দিয়েছি। আপনার পছন্দ মতো অ্যাপ গুলো সিলেক্ট করে একাউন্ট খুলে কাজ করুন ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন। অনলাইনে ধৈর্য ধরে কাজ করতে হয় তাহলেই আয় করা সম্ভব হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.